কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার গংগারহাট বাজার এলাকায় একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময় সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে আল আমিন (২৬) ও সুজন (৩০) নামে দু’জনের মৃত্যু হয়েছে।
ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার (১২ জুন) সকালে গংগারহাট এলাকার আব্দুল আউয়ালের নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন আল আমিনসহ কয়েকজন নির্মাণ শ্রমিক। এসময় আল আমিন কাজ করার জন্য প্রথমে সেপটিক ট্যাংকের ভেতরে নামেন। বেশ কিছুক্ষণ তার সাড়া না পাওয়ায় সুজন নামে স্থানীয় এক যুবক তাকে উদ্ধার করতে নামেন। এরপরে তারও সাড়া না পেয়ে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা এসে তাদের দু’জনকে অচেতন অবস্থায় উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক দু’জনকেই মৃত ঘোষণা করেন।
নাগেশ্বরী ফায়ার সার্ভিসের টীম লিডার শাহীন জানান, বদ্ধ সেপটিক ট্যাংকে জমা বিষাক্ত গ্যাসে তাদের দু’জনের মৃত্যু হতে পারে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. নবিউল হাসান এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।