দেশে করোনা আক্রান্ত ৮১৫২৩, মৃত্যু ১০৯৫

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-07 19:05:19

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪৭১ জন করোনাভাইরাসে সংক্রমিত হয়েছে। একদিনে করোনা আক্রান্তের সংখ্যা এটাই সর্বোচ্চ। এ নিয়ে দেশে কোভিড-১৯ আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮১ হাজার ৫২৩ জনে।

গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৬ জন। এ নিয়ে দেশে করোনাভাইরাসে এক হাজার ৯৫ জনের প্রাণহানি হলো।

শুক্রবার (১২ জুন) দুপুরে মহাখালী থেকে নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এসব তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গত ২৪ ঘণ্টায় ৫০২ জন কোভিড-১৯ রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট ১৭ হাজার ২৪৯ জন সুস্থ হয়েছেন বলে বুলেটিনে জানানো হয়।

ব্রিফিংয়ে ডা. নাসিমা সুলতানা আরও জানান, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৯৯০ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এখন পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি।

তিনি বলেন, করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে বার বার সাবান-পানি দিয়ে হাত ধোয়া, মুখে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে ও রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে প্রত্যেককে ব্যায়াম করা ও পুষ্টিকর খাবার খেতে হবে।

এ সম্পর্কিত আরও খবর