বরিশাল বিভাগে করোনায় মোট আক্রান্ত ১২৯৮, মৃত্যু ২৭

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-27 14:39:32

বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের ছয় জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১২৯৮ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ২৭ জনের।

গত ২৪ ঘণ্টায় বরিশাল ও পটুয়াখালী জেলায় মৃত্যু হয়েছে দুই ব্যক্তির। যাদের বয়স ৫৬ ও ৬৫ বছর।

নতুন আক্রান্তের মধ্যে বরিশাল জেলায় ৫১ জন, পিরোজপুরে পাঁচজন, পটুয়াখালীতে ১২ জন এবং বরগুনায় তিনজন, ভোলায় ১০ জন ও ঝালকাঠিতে তিনজন রয়েছেন।
আর এ পর্যন্ত করোনায় আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন ৩৫৯ জন।

শুক্রবার (১২ জুন) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগ সূত্র এ তথ্য জানিয়েছে।

সূত্রটি জানায়, এ পর্যন্ত বরিশাল জেলায় সর্বোচ্চ ৮১০ জন, পিরোজপুরে ৯৯ জন, বরগুনায় ১০০ জন, পটুয়াখালীতে ১২৫ জন, ভোলায় ৮৬ জন ও ঝালকাঠিতে ৭৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

সুস্থদের মধ্যে বরিশাল জেলায় ১২৭ জন, পিরোজপুরে ৬২ জন, বরগুনায় ৫৮ জন, ঝালকাঠিতে ৪৭ জন, পটুয়াখালীতে ৩৪ জন ও ভোলায় ৩১ জন রয়েছেন।

এছাড়া করোনায় আক্রান্ত হয়ে বরিশাল বিভাগের যে ২৭ জনের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে বরিশাল জেলায় ১০ জন, পটুয়াখালীতে সাতজন, পিরোজপুরে তিনজন, বরগুনায় ও ভোলায় দুইজন করে এবং ঝালকাঠি জেলায় তিনজন রয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডাক্তার বাসুদেব কুমার দাস বার্তা২৪.কমকে এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এ সম্পর্কিত আরও খবর