রোহিঙ্গা শিবিরে ঈদের আমেজ

জেলা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট | 2023-08-31 04:35:12

উখিয়ার কুতুপালং থেকে: মিয়ানমার থেকে পালিয়ে বাংলাদেশে উখিয়া-টেকনাফের ৩০টির বেশি ক্যাম্পে আশ্রয় নেয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গাদের মাঝে বইছে ঈদের আমেজ। কারণ গত বছর ঈদুল আজহার সময় তাদের ঈদ কেটেছে রাস্তায় বা উখিয়া-টেকনাফের পাহাড়ে।

এবার মিয়ানমার সেনাদের নির্যাতন ভুলে ঈদুল আজহা উদযাপনে প্রস্তুত রোহিঙ্গারা। এক বছর পরে এসে ঈদ উদযাপন করতে পেরে বেশ খুশি রোহিঙ্গারা।

জানা যায়, বিভিন্ন এনজিও সংস্থা পরিচালিত স্কুলগুলোতে শিক্ষার্থীদের জন্য নেয়া হয়েছে ঈদের নতুন পোশাক প্রকল্প। প্রায় ১২ হাজার পশু জবাইয়ের লক্ষ্য নিয়েছে জেলা প্রশাসন। যা ঈদুল আজহায় রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে।

কুতুপালং মধুছড়া ক্যাম্পের হেড মাঝি নুরুল আলম বার্তা২৪.কমকে বলেন, ‘গত বছর এ সময় আমাদের খুব কষ্টের দিন গেছে। এ বছর আমাদের ক্যাম্পে সকল পরিবারকে সরকারের পক্ষ থেকে গরুর মাংস দেয়ার কথা রয়েছে। পাশাপাশি শিশুদের জন্য স্কুলগুলোতে কাপড় দেয়া হয়েছে। সব মিলিয়ে এবারের ঈদটা আমাদের ভালো যাবে।’

বালুখালী বি-ব্লকের হেড মাঝি শফি আলম বলেন, ‘এবারের কোরবানির ঈদে আমরা সব কিছু পাচ্ছি। গতবারের চেয়ে এবারের ঈদে অনেক আনন্দ করবে রোহিঙ্গারা।’

তুমব্রুর শূন্যরেখায় অবস্থানরত রোহিঙ্গাদের মাঝি দিল মোহাম্মদ বার্তা২৪.কমকে বলেন,‘শূন্যরেখায় অবস্থানরত প্রায় ৫ হাজার রোহিঙ্গার জন্য বিভিন্ন ঈদ সামগ্রী দেয়া হয়েছে। এক বছর পরে এসে এমন উৎসবমুখর পরিবেশে ঈদ করতে পারব ভাবিনি। মিয়ানমারে নির্যাতনের পর কখনো উৎসবের দেখা পাব কল্পনাও করিনি।’

উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নিকারুজ্জামান বার্তা২৪.কমকে বলেন,‘কোরবানির ঈদে রোহিঙ্গাদের জন্য সবকিছু করা হচ্ছে। বিভিন্ন এনজিও সংস্থার মাধ্যমে দেয়া হচ্ছে ঈদ সামগ্রী। নতুন কাপড়ও দিচ্ছে অনেক এনজিও সংস্থা। সব মিলিয়ে এবারের ঈদটা ভালো কাটবে রোহিঙ্গাদের।’

এ বিষয়ে জানতে চাইলে কক্সবাজার জেলা প্রশাসক মো. কামাল হোসেন বার্তা২৪.কমকে জানান, কোরবানির ঈদ উপলক্ষে রোহিঙ্গাদের মাঝে গরুর মাংস বিতরণ করা হবে। প্রায় ১২ হাজার গরুর টার্গেট করা হয়েছে। ইতোমধ্যে দুই হাজারের মতো গরু জেলা প্রশাসনের হাতে রয়েছে। যা ঈদের দিন রোহিঙ্গাদের মাঝে বিতরণ করা হবে। তাছাড়া বিভিন্ন এনজিও সংস্থা কাপড়সহ নানা ঈদ সামগ্রী রোহিঙ্গাদের মাঝে বিতরণ করছে।

এ সম্পর্কিত আরও খবর