রাজধানীর কামরাঙ্গীরচরে রনি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মার্কেটের আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
শুক্রবার (১২ জুন) দিনগত রাত ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বার্তা২৪.কম-কে বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদফতরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার কামরুল হাসান।
তিনি বলেন, কামরাঙ্গীরচরের লোহার ব্রিজের পাশে রনি মার্কেটের বেসমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট কাজ করছে।
প্রায় দেড় ঘণ্টা চেষ্টার পর ১টা ৩২ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের ফলে ক্ষয়ক্ষতি কেমন হয়েছে সেটা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।