টেলিমেডিসিন সেবা চালু করছে ডিআরইউ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 22:23:10

ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) করোনাভাইরাস প্রাদুর্ভাবের শুরু থেকেই সদস্যদের পাশে দাঁড়িয়েছে।

প্রথমে সংগঠনটির সদস্য ও তাদের পরিবারের সদস্যদের জন্য করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ বুথ চালু করা হয়। নমুনা সংগ্রহে বুথ চালুর পর ডিআরইউ এবার চালু করতে যাচ্ছে টেলিমেডিসিন সেবা কার্যক্রম।

সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে এ ব্যাপারে শনিবার (১৩ জুন) ডিআরইউতে এক সমঝোতা স্মারক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হচ্ছে।

বেস্ট এইড নামে একটি প্রতিষ্ঠানের সহায়তায় ডিআরইউ টেলিমেডিসিন সেবা চালু করতে যাচ্ছে। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

চুক্তির আওতায় ডিআরইউ সদস্য ও পরিবারের সদস্যরা টেলিকনফারেন্স ও ভিডিও কনফারেন্সের মাধ্যমে যেকোন স্বাস্থ্য সমস্যা নিয়ে বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারদের চিকিৎসা সেবা নিতে পারবেন।

প্রয়োজনে নির্ধারিত ফি দিয়ে ডাক্তারকে বাসায় কল (হোম সার্ভিস) এর সুবিধা নেয়া যাবে। এছাড়া বাসায় থেকে সাশ্রয়ী রেটে কিছু কিছু পরীক্ষা করানো যাবে।

এ সম্পর্কিত আরও খবর