জামালপুরে এক নারী চিকিৎসক, পুলিশ সদস্য ও ব্যাংক কর্মকর্তাসহ নতুন করে আরও ১৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে পুরুষ ১১ জন, নারী ৮ জন।
শনিবার (১৩ জুন) সকালে জামালপুরের সিভিল সার্জন ডা. প্রণয় কান্তি দাস এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে গতকাল শুক্রবার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপে জামালপুরের ১৬৭টি নমুনা পরীক্ষায় নতুন করে ১৯ জনের করোনা শনাক্ত হয়। এদের মধ্যে দেওয়ানগঞ্জে ৫ জন, মেলান্দহে ৪ জন, মাদারগঞ্জে ১ জন ও জামালপুর সদরে ৯ জন।
সিভিল সার্জন আরও জানান, এ পর্যন্ত জামালপুর জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ৪০৪ জন, এদের মধ্যে মারা গেছেন পাঁচজন। সুস্থ হয়েছেন ১৫৭ জন। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ২৪২ জন।