ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলায় সিএনজিচালিত একটি অটোরিকশার চাপায় সাজিদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ জুন) উপজেলার পুটিজানা মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের সাইফুল ইসলামের ছেলে।
ফুলবাড়িয়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ জহিরুল ইসলাম মুন্না জানান, উপজেলার শিবগঞ্জ হাটকালির বাজার থেকে ছেড়ে আসা দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা শিশুটিকে চাপা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশাসহ চালককে আটকের চেষ্টা চলছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।