বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর করোনা আক্রান্তদের মধ্যে থেকে সুস্থ হয়েছেন ২৮১ জন। এখন পর্যন্ত সর্বমোট করোনায় আক্রান্ত হয়েছেন ৪৩৯ জন। আক্রান্তের তুলনায় সুস্থতার হার ৬৪ শতাংশের চেয়ে বেশি।
শনিবার (১৩ জুন) পর্যন্ত সুস্থ হয়েছেন কর্মকর্তা ২ জন, ব্যাটালিয়ন আনসার ৮৩ জন, সাধারণ আনসার ১৯০ জন, কর্মচারী ২ জন, মহিলা আনসার ২ জন, ভিডিপি সদস্য ১ জন এবং উপজেলা আনসার কোম্পনী কমান্ডার ১ জন।
আক্রান্তদের মধ্যে শতভাগ সুস্থ সদস্যরা যার যার কর্মস্থলে যোগদান করে সেবামুখী কার্যক্রম অব্যাহত রেখেছেন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপ-পরিচালক মেহেনাজ তাবাস্সুম রেবিন বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, করোনায় আক্রান্ত ৪৩৯ জনের মধ্যে রাজধানী ঢাকায় আক্রান্ত হয়েছেন ৩২৮ জন এবং ঢাকার বাইরে আক্রান্ত ১১১ জন।
ঢাকা মহানগরে দায়িত্ব পালন করতে গিয়ে এ বাহিনীর ৫ জন কর্মকর্তা আক্রান্ত হন। আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে জাতীয় সংসদ ভবনসহ সারাদেশে ১২৮ জন ব্যাটালিয়ন আনসার আক্রান্ত হয়েছে।
একইভাবে ঢাকা মহানগরে আইন-শৃঙ্খলা রক্ষা ও চিকিৎসা সহায়তা করতে গিয়ে ২০৮ জন সাধারণ আনসারসহ সারাদেশে ২৯৯ জন সাধারণ আনসার সদস্য আক্রান্ত হন। এছাড়া বাহিনীর সদর দপ্তরে বিভিন্ন পদবির ১৫ জন সদস্য আক্রান্ত হয়েছেন। দায়িত্ব পালন করতে গিয়ে এ পর্যন্ত করোনায় এ বাহিনীর ২ জন সদস্য প্রাণ হারিয়েছে।
এই কর্মকর্তা বলেন, এ বাহিনীর কর্মকর্তাসহ সঙ্গরোধে (হোমকোয়ারেন্টাইন) আছেন ৪৭ জন। করোনা আক্রান্ত হয়ে ৮০ জন সদস্য বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। বিভিন্ন থানা/ক্যাম্প/হোটেল কোয়ারেন্টাইনে আছেন ৭৬ জন। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল কাজী শরীফ কায়কোবাদ সর্বক্ষণ বাহিনীর আক্রান্ত রোগীদের চিকিৎসার খোজ-খরব রাখছেন।