বিড়িতে বৈষম্যমূলক ট্যাক্স প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-28 21:05:34

সাভারের আশুলিয়ায় তামাকজাত পণ্য বিড়ির উপর বসানো বৈষম্যমূলক ট্যাক্স নীতি প্রত্যাহার ও মজুরি বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছেন শ্রমিকরা।

রোববার (১৪ জুন) বেলা সাড়ে ১১টার দিকে নবীনগর-চন্দ্রা মহাসড়কের বাইপাইল সংলগ্ন আশুলিয়া প্রেসক্লাবের সামনে সামাজিক দূরত্ব বজায় রেখে বাংলাদেশ বিড়ি শ্রমিক ও কর্মচারী ঐক্য পরিষদের ব্যানারে এই মানববন্ধন করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শ্রমিক-কর্মচারীরা বলেন, বাংলাদেশে ২০২০-২১ অর্থ বছরের বাজেট অধিবেশন শেষে বাজেট প্রকাশ করা হয়েছে। এই বাজেটে প্রতি প্যাকেট বিড়ির মূল্য সিগারেটের চেয়ে ২ টাকা বেশি বৃদ্ধি করা হয়েছে। যা বৈষম্যমূলক ট্যাক্স নীতি বহিঃপ্রকাশ।

দেশীয় বিড়ি শিল্পকে ধ্বংসে ষড়যন্ত্রের জন্যই বিদেশি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া হচ্ছে বলে অভিযোগ করে তারা বলেন, এই নীতি বিড়ি শিল্পের জন্য হুমকি স্বরূপ। যার ফলে এই শিল্পের সঙ্গে জড়িত লাখ লাখ শ্রমিকের কর্মসংস্থান হারানোর হুমকিতে রয়েছে। বিড়ি শ্রমিকদের বিকল্প কর্মসংস্থান তৈরি না হওয়া পর্যন্ত এই শিল্পকে বন্ধ না করার দাবি জানান তারা।

এসময় মানববন্ধনে প্রায় শতাধিক বিড়ি শ্রমিক ও কর্মচারীরা অংশ গ্রহণ করেন।

এ সম্পর্কিত আরও খবর