পীরগ‌ঞ্জে ‌'নো মাস্ক-নো সা‌র্ভিস' কার্যক্রমের উদ্বোধন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-28 05:46:23

রংপুরের পীরগ‌ঞ্জে করোনাভাইরাসের সংক্রমণ রোধে 'নো মাস্ক-নো সা‌র্ভিস' কার্যক্রম শুরু হয়েছে। এই কার্যক্রমের মাধ্যমে মাস্ক ব্যবহারে জনসচেতনতা বৃদ্ধিসহ সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে উদ্বুদ্ধ করছে উপজেলা প্রশাসন।

রোববার (১৪ জুন) দুপুরে পীরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা টি এম এ ম‌মিন।

এসময় তিনি করোনার সংক্রমণ রোধে উপজেলার সকল সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান, অফিসে বাধ্যতামূলক মাস্ক ব্যবহার এবং সেবাগ্রহণকারীদের মাস্ক ছাড়া কোনো সেবা না দিতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান। একই সাথে উপজেলার ব্যবসায়ীদেরকেও 'নো মাস্ক-নো সার্ভিস' কার্যক্রমে সাড়া দিয়ে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিসহ করোনা ঝুঁকি রোধে এগিয়ে আসতে বলেন।

পরে উপজেলা চত্বরসহ পীরগঞ্জ

এলাকার চারটি পয়েন্টে স্কাউট সদস্যদের মাধ্যমে বিনামূল্যে মাস্ক বিতরণ করার পাশাপাশি জনসচেতনতামূলক লিফলেট বিলি করা হয়।

এ সম্পর্কিত আরও খবর