রংপুরে করোনা হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর | 2023-08-31 16:04:11

রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় (৬৫) এক বৃদ্ধ মারা গেছেন।

রোববার (১৪ জুন) সকালে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত ওই বৃদ্ধ বগুড়া শহরের আটাপাড়া মহল্লার বাসিন্দা ছিলেন। করোনায় আক্রান্ত হয়ে গত ৫ জুন ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি।

রোববার সন্ধ্যায় বার্তা২৪.কমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এস এম নূরুন নবী। এ নিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ৫ জন করোনা রোগী মারা গেছেন।

তিনি জানান, করোনা ছাড়াও মৃত ওই বৃদ্ধ উচ্চ রক্তচাপ ও বহুমূত্র রোগে ভুগছিলেন। ৯ দিন আগে গুরুতর অবস্থায় রংপুর ডেডিকেটেড করোনা আইসোলেশন হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি হয়েছিলেন। সেখানে অবস্থানকালে তার মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছিল।

উল্লেখ্য, গত ১৯ মে রংপুর ডেডিকেটেক করোনা আইসোলেশন হাসপাতালটি উদ্বোধনের পর গেল ৫৬ দিনে এখানে ১৪৪ জন করোনা আক্রান্ত রোগী ভর্তি হন। এদের মধ্যে ১০০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আজকের একজনসহ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৫ জন। বাকিরা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর