পীরগাছা ফায়ার সার্ভিসের ২ সদস্যের করোনা শনাক্ত

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, পীরগাছা (রংপুর) | 2023-08-27 22:33:45

রংপুরের পীরগাছায় নতুন করে আরও ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে পীরগাছা ফায়ার সার্ভিসের দুই সদস্য রয়েছেন। এ নিয়ে উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে।

সোমবার (১৫ জুন) এসব তথ্য নিশ্চিত করেছেন পীরগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু আল হাজ্জাজ।

তিনি জানান, রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা করে পীরগাছা উপজেলার নতুন ৩ জনের করোনা শনাক্ত করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, ১ মে পীরগাছা উপজেলায় প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর এক মাসের মধ্যে ১৫ জন আক্রান্ত হয়। পরবর্তী ১৪ দিনে ১৫ জন আক্রান্ত হয়। এতে সর্বমোট ৩০ জন আক্রান্ত হয়েছেন।

পীরগাছা উপজেলায় প্রথম করোনা সংক্রমণের পর এখন পর্যন্ত এক ব্যক্তি মারা গেছেন। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন আরও একজন। অন্যদিকে উপজেলা জুড়ে ৩০ জন আক্রান্ত হলেও এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১০ জন।

এ সম্পর্কিত আরও খবর