হিলিতে ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম শুরু

, জাতীয়

উপজেলা করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, হিলি (দিনাজপুর) | 2023-08-23 23:24:57

দিনাজপুরের হিলিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম শুরু হয়েছে।

সোমবার (১৫ জুন) বেলা ১১টায় হিলি পৌরসভা কার্যালয়ের সামনে এ কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র জামিল হোসেন চলন্ত।

পরে হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন চলন্ত কাউন্সিলর ও স্টাফদের নিয়ে পৌরসভার সামনের সড়কে অবস্থান নিয়ে এই কর্মসূচি শুরু করেন। এ সময় সবাইকে মাস্ক ব্যবহারের জন্য ও সব ধরনের স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। শুধুমাত্র মাস্ক পরিহিত ব্যক্তিদেরকে পৌরসভা ও পৌর এলাকায় ঢুকতে দেয়া হয়েছে। 

হিলি পৌরসভার মেয়র জামিল হোসেন জানান, দিনাজপুর জেলায় করোনা সংক্রমণের হার বেড়ে গেছে। এ কারণে এই জেলাকে রেড জোন হিসেবে চিহ্নিত করা হয়েছে। হিলিতে করোনা ভাইরাসের সংক্রমণ রোধে ‘নো মাস্ক নো এন্ট্রি’ কার্যক্রম শুরু করেছে হিলি পৌরসভা কর্তৃপক্ষ। জনগণকে মাস্ক না পরা অবস্থায় পৌরসভার অভ্যন্তরে প্রবেশ করতে দেয়া হচ্ছে না। পুরো হিলিতে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে বলা হয়েছে। যারা এগুলো মানবে না তাদের জরিমানা করা হবে বলেও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর