আশুলিয়ায় পরিবহনে চাঁদাবাজির সময় গ্রেফতার ১

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-30 20:02:04

আশুলিয়ায় যাত্রীবাহী বাসে চাঁদাবাজির সময় চিহ্নিত চাঁদাবাজ মিন্টু মিয়াকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (১৫ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক বিলায়েত হোসেন।

এর আগে সোমবার (১৫ জুন) সকালে আশুলিয়ার বাইপাইল এলাকায় চাঁদাবাজির সময় তাকে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়।

ডিবি পুলিশ জানায়, পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধে পুলিশ সুপারের কড়া নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় সোমবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে চাঁদাবাজির সময় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার সহযোগীরা পালিয়ে যায়। পরে তার বিরুদ্ধে চাঁদাবাজির মামলা দায়ের করে দুপুরে আদালতে পাঠানো হয়। মিন্টু মিয়া ও তার দল নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে চলাচল করা ওয়েলকাম ও মৌমিতা পরিবহনের যাত্রীবাহী বাসে চাঁদাবাজি করে আসছিল।

এব্যাপারে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের উপ-পরিদর্শক বিলায়েত হোসেন বলেন, মিন্টু মিয়াকে চাঁদাবাজির সময় হাতেনাতে গ্রেফতার করে দুপুরে আদালতে পাঠানো হয়েছে। তিনি একাধিক চাঁদাবাজি মামলার আসামি।

প্রসঙ্গত, গত ২ জানুয়ারি আশুলিয়ার নবীনগর বাসস্ট্যান্ডে শতাব্দী পরিবহনের বাস আটকিয়ে চালক ও স্টাফকে মারধর, চাঁদাবাজি ও জোরপূর্বক টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগে মিন্টু মিয়াসহ তার সহযোগীকে আটক করা হয়।

এ সম্পর্কিত আরও খবর