করোনা সংক্রমণের দিক থেকে দশম স্থানে বাংলাদেশ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 15:27:11

করোনাভাইরাস সংক্রমণ রোধে সবাইকে সচেতন ও সর্তক থাকার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেছেন, ‘করোনা সংক্রমণ ও বিস্তার দিন দিন বাড়ছে। বাড়ছে মৃত্যুর সংখ্যাও। নতুন সংক্রমণ বা রোগী বৃদ্ধির দিক থেকে আমরা এখন দশম স্থানে। আর আক্রান্তের মোট সংখ্যার দিক থেকে বাংলাদেশের অবস্থান ১৮তম।’

সোমবার (১৫ জুন) তার সরকারি বাসভবন থেকে ভিডিও বার্তার মাধ্যমে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘এরইমধ্যে জাতীয় পর্যায়ের নেতা মোহম্মদ নাসিম, ধর্মপ্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, সিলেটের সাবেক মেয়র বদরুদ্দিন কামরানসহ নেতা দেশবরেণ্য শিক্ষাবিদ ব্যবসায়ী অন্যান্য পেশার মানুষ এবং সাধারণ মানুষ মৃত্যুবরণ করেছে।’

তিনি আরও বলেন, ‘নিত্যদিনের শোকবার্তা জাতি উদ্বেগাকুল। এরইমধ্যে কিছু মানুষ সংক্রমণ লুকিয়ে ঘোরা ফেরা করছেন। করোনার লক্ষণ স্পষ্ট হলে তারা দিব্বি ঘুরে-বেড়ান, পরীক্ষা করান না। এতে যা ক্ষতি করার তা করেই ফেলেছে। ছড়িয়ে ফেলেছে সংক্রমণ। একজন থেকে শতজন আক্রান্ত। এত মৃত্যু, এত সংক্রমণ তারপরও কী আমাদের বোধগম্য হবে না। তারপরও কী আমরা সাবধান হব না। উচ্চ আদালতেও ভিড় এড়াতে নির্দেশনা দিতে হচ্ছে। তবুও আমাদের বোধশক্তি কাজ করছে না।’

সেতুমন্ত্রী বলেন, ‘সরকার নানা সীমাবদ্ধতা নিয়ে দিনরাত কাজ করছে। এটা একটা মহামারি পৃথিবীর প্রায় সব দেশে বিদ্যমান সুবিধা দিয়ে সেবা দিতে হিমসিম খাচ্ছে।’

তিনি বলেন, ‘প্রতিকারের চেয়ে জোরালো প্রতিরোধ ব্যবস্থা ছাড়া আর বিকল্প কিছু নাই। বিপদের গভীরতা ও মাত্রা বুঝে সচেতন না হই তাহলে হবে জেনে শুনে আগুনে ঝাঁপ দেওয়ার মতো। আমার আর কোনো সন্তানকে হারাতে চাই না। ক্ষণিকের উদাসীনতা স্বাস্থ্যবিধির প্রতি অবহেলা জীবনের চিরচেনা পথ থেকে হারিয়ে দিতে পারে। কারো সামান্য অবহেলা অন্য শতজনের জীবননাশের কারণ যেন না হয়। সংক্রমণ লুকিয়ে না রেখে সাথে সাথে করান। নিজ উদ্যোগে আইসোলেশনে থাকি।’

এ সম্পর্কিত আরও খবর