করোনা মোকাবিলায় ১৭৩ মিলিয়ন ডলার দিচ্ছে যুক্তরাষ্ট্র

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-25 21:52:39

করোনাভাইরাস মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাকে সহায়তা করতে নতুন করে ১৭৩ মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র।

সোমবার (১৫ জুন) ঢাকাস্থ মার্কিন দূতাবাস এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্র সরকার দেশটির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে দেওয়া এই অর্থ সহায়তা দিয়ে ঢাকায় বসবাসরত দরিদ্র ১ লাখ মানুষকে খাদ্য সহায়তা দেয়া হবে।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রবার্ট আর্ল মিলার বলেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশে কোভিড-১৯ মোকাবিলায় আর্থিক এবং প্রযুক্তিগত সহায়তা দিতে পেরে গর্বিত। আমি অত্যন্ত খুশি যে, ইউএসএআইডি-র মাধ্যমে নতুন এই তহবিল দিয়ে ঢাকায় বসবাসরত অভাবী ও ক্ষুধার্ত হাজার হাজার মানুষের কাছে খাদ্য সহায়তা পৌঁছানো সম্ভব হবে। এই উদ্যোগের মধ্য দিয়ে আমরা কোভিড-১৯ এর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের চলমান প্রচেষ্টায় আরো একটি উপায়ে অংশীদার হলাম।

এ সম্পর্কিত আরও খবর