রেড জোনে খুলনার ১৪ পয়েন্ট

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, খুলনা | 2023-08-28 17:32:52

করোনার বিস্তার রোধে খুলনার ১৪‌টি পয়েন্টকে ‘রেড জোন’ করার সুপারিশ করেছে জেলা সিভিল সার্জন।

এসব পয়েন্ট হলো— খুলনা মহানগরীর ৮, ৯, ১৪, ১৬, ১৭, ১৮, ১৯, ২১, ২২, ২৪, ২৮, ৩০ নম্বর ওয়ার্ড ও জেলার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউ‌নিয়ন এবং রূপসা উপজেলার আইচগাতি ইউ‌নিয়ন।

মঙ্গলবার (১৬ জুন) সন্ধ্যায় খুলনার এসব এলাকাকে রেড জোন করার সুপারিশ জানিয়ে জেলা প্রশাসক ও বিভাগীয় স্বাস্থ্য পরিচালককে চিঠি দিয়েছে সি‌ভিল সার্জন অ‌ফিস।

খুলনা জেলা সিভিল সার্জন ডা. সুজাত আহমেদ বলেন, রেড জোন নির্ধারণের মাধ্যমে লকডাউন দিলে করোনার প্রাদুর্ভাব কমানো সম্ভব। ইতোমধ্যে লকডাউনের মাধ্যমে করোনা পরিস্থিতি মোকাবিলা করার পরিকল্পনাও করা হয়েছে। লকডাউন এলাকায় সাধারণ ছু‌টিও ঘোষণা করা হবে। কোথায় লকডাউন হবে তার তালিকা স্থানীয় প্রশাসন ঠিক করবে। তবে অধিক সংক্রমণ এলাকা চিহ্নিত করে জেলা প্রশাসনকে চিঠি দেওয়া হয়েছে। এ বিষয়ে বৈঠকের পর চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

উল্লেখ্য, খুলনা জেলায় এ পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৪৬৭ জন। এর মধ্যে মারা গেছেন ৯ জন।

এ সম্পর্কিত আরও খবর