এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হাবিব উল্লাহ আর নেই

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-27 02:03:11

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন কে এম হাবিব উল্লাহ ইন্তেকাল করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মঙ্গলবার (১৬ জুন) দিনগত রাত আড়াইটার দিকে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যুবরণ করেন।

কিডনির চিকিৎসার জন্য গত ১০ মার্চ তিনি কলকাতায় যান। সেখানে তিনি উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন।

শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব কে এম আলী আজম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলামসহ অনেকে তার মৃত্যুতে শোক জানিয়েছেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর