একদিনে করোনাভাইরাস সংক্রমণে আরও পাঁচজন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৬ জন
বুধবার (১৭ জুন) বার্তা২৪.কম-কে এ তথ্য নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মোস্তফা কামাল। তিনি জানান, সকালে সিভাসু থেকে আসা ৩৭টি রিপোর্টের মধ্যে ৫টি পজিটিভ আসে।
সূত্র জানায়, পাঁচ জনের মধ্যে কাপ্তাইয়ের পজিটিভ আসা চার জনের সবাই পুলিশ সদস্য এবং রাজস্থলীতে পজিটিভ আসা একজন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মী।