ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এক নারীর কাছ থেকে প্রতারণার মাধ্যমে বিকাশে ২ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় দায়ের করা মামলায় প্রতারক চক্রের অন্যতম দুই সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃতরা হল- মানিকগঞ্জ জেলার হরিরামপুর উপজেলার পিপুলিয়া গ্রামের মাইকেল মিয়া (৩১) ও ফরিদপুর জেলার মধুখালি উপজেলার ডুমাইন পশ্চিমপাড়া গ্রামের ইউসুফ ওরফে ইমন (২৭)।
বুধবার (১৭ জুন) বিকেলে ডিবি কার্যালয় থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ জানান, ২০১৯ সালের ২ নভেম্বর একটি বিকাশ প্রতারক চক্র অভিনব কায়দায় ময়মনসিংহ জেলার গৌরীপুর উপজেলার বাসিন্দা উর্মি আক্তারকে কল করে বিকাশে ২ লাখ টাকা হাতিয়ে নেয়। এ ঘটনায় উর্মি আক্তার বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। পরে পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামারের নিদের্শে মামলাটি ডিবি তদন্ত শুরু করে।
ডিবির ওসি আরও জানান, দীর্ঘ তদন্ত শেষে ডিবির একটি টিম প্রযুক্তি সহায়তায় মঙ্গলবার (১৬ জুন) রাতে মানিকগঞ্জ থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের সদস্য মাইকেল মিয়াকে এবং ঢাকার সবুজবাগ থানা এলাকা থেকে মো. ইউসুফ ওরফে ইমনকে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত ওই দুই আসামিকে বুধবার আদালতে হাজির করা হলে তারা প্রতারণার দায় স্বীকার করে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছে বলেও জানান শাহ কামাল আকন্দ।