যশোরের ঝিকরগাছায় মাস্ক না পরায় ৬ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৭ জুন) দুপুরে সচেতনতামূলক কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ঝিকরগাছা উপজেলা অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমি মজুমদার।
তিনি বার্তা ২৪.কমকে জানান, করোনাভাইরাসের সংক্রমণ রোধে ঝিকরগাছার বিভিন্ন হাট বাজারে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন, ২০১৮ অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এসময় স্বাস্থ্যবিধির যথাযথভাবে অনুসরণ না করা এবং মাস্ক পরিধান না করায় ছয় ব্যক্তিকে মোট সাড়ে ১৭ হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়।
এছাড়া হাট-বাজার, গণপরিবহনসহ যেকোনো পাবলিক প্লেসে মাস্কবিহীন যে কাউকে পাওয়া গেলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে বলেও সতর্ক করেছেন তিনি।
আদালত চলাকালে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সঙ্গে ছিলেন সেনাবাহিনীর সার্জেন্ট ওবাইদুর রহমান, ঝিকরগাছা থানার এসআই আল-আমিন, উপজেলা পরিষদের সিএ ইমদাদুল হক ইমদাদ প্রমুখ।