সাভারে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে মাস্ক ছাড়াই ঘোরাফেরা করায় ছয় পথচারীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এছাড় এসময় তিনটি রেস্টুরেন্ট ও একটি ফার্মেসিকেও জরিমানা করা হয়েছে।
বুধবার (১৭ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ অভিযানে মোট ৬১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়।
উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল্লাহ আল মাহফুজ জানান, করোনা প্রতিরোধে স্বাস্থ্য বিভাগ নির্দেশিত স্বাস্থবিধি না মানায় সাভার সিটি সেন্টারের একটি ফার্মেসি, বাজার বাসস্ট্যান্ডের নীহারিকা, মোল্লা ও থানা রোডের দীগন্ত রেস্টুরেন্টকে জরিমানা করা হয়।
এছাড়া এসময় মাস্ক না পরায় ছয় পথচারীকেও জরিমানা করা হয় বলে জানান তিনি।
তিনি আরও জানান, স্বাস্থবিধি মেনে সীমিত পরিসরে সব কিছু খোলার নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা অমান্যকারীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির আওতায় আনা হচ্ছে। বুধবার অভিযান চালিয়ে ছয় ব্যক্তি ও চার প্রতিষ্ঠানকে ৬১ হাজার ৭০০ টাকা জরিমানা করা হয়েছে।
এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।