একদিনে ৩ কর্মকর্তা করোনায় আক্রান্ত হওয়ায় সংক্রমণ ঝুঁকি এড়াতে নোয়াখালীর সুবর্ণচর উপজেলা পরিষদ ভবনকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) ভোর ৬টা থেকে শুরু হয়ে আগামী ১৪ দিন এ লকডাউন বলবত থাকবে।
বুধবার (১৭ জুন) সন্ধ্যায় সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার এ এসএম ইবনুল হাসান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বুধবার সুবর্ণচর উপজেলা কমিশনার (ভূমি) ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাসহ মোট ১২জন করোনায় আক্রান্ত হন। সুবর্ণচর উপজেলা পরিষদ ভবনে লকডাউন চলাকালীন জনসাধারণকে উপজেলা ভবনে আসতে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণও নির্মূল) আইন, ২০১৮ এবং দণ্ডবিধি, ১৮৬০ মোতাবেক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।