বসুন্ধরা লকডাউনের ঘোষণায় কাউন্সিলরের ‍দুঃখ প্রকাশ

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-26 00:13:36

করোনা সংক্রমণ রোধে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আওতায় কোথাও নতুন করে লকডাউন ঘোষণা করা হয়নি। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রেড জোনের সুনির্দিষ্ট ম্যাপিং করার পরেই লকডাউন ঘোষণা করা হবে বলে জানিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন।

এদিকে ডিএনসিসির আওতাধীন বসুন্ধরা আবাসিক এলাকা লকডাউনের বিষয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরিপ্রেক্ষিতে জানানো হয়েছে, ডিএনসিসির আওতাধীন কোন এলাকার কোন কোন অংশ রেড জোনের আওতায়, তার বিস্তারিত ম্যাপিং স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানোর পরেই লকডাউনের ঘোষণা দেওয়া হবে। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে সুনির্দিষ্টভাবে কোন কোন এলাকা লকডাউন করা হবে, তা এখনো পাওয়া যায়নি। বসুন্ধরা আবাসিক এলাকার ক্ষেত্রেও এটি প্রযোজ্য। এ এলাকার কোন কোন অংশ লকডাউন করা হবে, তা সুনির্দিষ্টভাবে এখনো জানা যায়নি।

উল্লেখ্য, গতকাল ডিএনসিসির ৪০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলাম ঢালী বসুন্ধরা আবাসিক এলাকায় লকডাউন ঘোষণা করা হলে তা বাস্তবায়ন করার জন্য যে সব পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন, সে ব্যাপারে একটি সভা করেছিলেন। এর মধ্যে অতি উৎসাহী কেউ কেউ মাইকে লকডাউনের ঘোষণা দেন।

এ ব্যাপারে নজরুল ইসলাম ঢালী বলেন, এটি সম্পূর্ণ ভুল বোঝাবুঝি। এজন্য আমি দুঃখ প্রকাশ করছি।

 

এ সম্পর্কিত আরও খবর