বরিশালের ডা. এমদাদুল্লাহ করোনা আক্রান্ত ছিলেন

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বরিশাল | 2023-08-30 19:34:11

মারা যাওয়া বরিশাল জেনারেল হাসপাতালের ডার্মাটোলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. মো. এমদাদুল্লাহ খান (৫৮) করোনায় আক্রান্ত ছিলেন।

শনিবার (২০ জুন) রাতে তার করোনা আক্রান্তের বিষয়টি বার্তা২৪.কমকে নিশ্চিত করেছেন বরিশালের সিভিল সার্জন চিকিৎসক মো. মনোয়ার হোসেন।

তিনি বলেন, করোনার উপসর্গ নিয়ে ডাক্তার এমদাদুল্লাহ বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। পরে তার নমুনা সংগ্রহ করে শেবামেকের আরটিপিসিআর ল্যাবে পাঠানো হয়। কিন্তু রিপোর্ট আসার আগেই শুক্রবার (১৯ জুন) শেবাচিমের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শনিবার (২০ জুন) আরটিপিসিআর ল্যাবে তার নমুনা পরীক্ষায় ফলাফল পজেটিভ আসে।

শেবাচিম হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৮ জুন) ৪টা ১০ মিনিটে করোনার উপসর্গ ( জ্বর, কা‌শি ও শ্বাসক‌ষ্ট) নিয়ে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য তাকে ভর্তি করা হয়।

শুক্রবার বিকেলে বেশি শ্বাসকষ্ট অনুভূত হলে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয় এবং পরে সেখানে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি চিকিৎসক স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। তার বাসা বরিশাল নগরীর অক্সফোর্ড মিশন রোড এলাকায়। আর গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার বাউফল উপজেলায়।

এ সম্পর্কিত আরও খবর