করোনা থেকে সুস্থ হলেন আশুলিয়ার ৩২ পুলিশ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-06 05:08:24

সাভারের আশুলিয়া থানায় করোনাভাইরাসে আক্রান্ত ৩৫ জন পুলিশ সদস্যের মধ্যে ৩২ পুলিশ সদস্য সুস্থ হয়ে দায়িত্ব পালনের প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে। আক্রান্ত আরও ৩ জন চিকিৎসাধীন রয়েছেন।

শনিবার (২০ জুন) রাত ১১টার দিকে এসব তথ্য নিশ্চিত করেছেন আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ।

জানা যায়, গত ২৯ মে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক রিজাউল হক দীপুসহ ৫ পুলিশ সদস্যের দেহে করোনা শনাক্ত হয়। পরে ক্রমান্বয়ে আরও ৩০ পুলিশ সদস্যের দেহে করোনার উপস্থিতি পাওয়া যায়। আক্রান্তের অনেকেই নিজ বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন। অনেকেই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এই থানার পুলিশ পরিদর্শক, উপ-পরিদর্শক, কনস্টেবল, নারী কনস্টেবলসহ প্রায় সব স্তরের পুলিশ সদস্য করোনা আক্রান্ত হয়েছিলেন। সবাই করোনা মুক্ত হলেও এসআই আব্দুস সালাম, এসআই একরামুল হক এবং পুলিশ কনস্টেবল ফিরোজ (অপারেটর) এখনও অসুস্থ। অসুস্থদের সুস্থতা কামনায় আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ সকলের কাছে দোয়া চেয়েছেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জাবেদ মাসুদ বলেন, সুস্থ পুলিশ সদস্যরা দ্রুত কাজে যোগ দেবেন। আর বাকি তিনজন অতি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসবেন বলে আশা প্রকাশ করছি। এ সময় সবাইকে স্বাস্থ্য বিধি মেনে চলার আহবানও জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর