না.গঞ্জে বাম জোটের বিক্ষোভে পুলিশের বাধা

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-30 19:47:03

নারায়ণগঞ্জে স্বাস্থ্যখাতে বাজেটের ২০ শতাংশ বরাদ্দ, আইসিইউ চালু ও সর্বোচ্চ টেস্টের দাবিতে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনের বাম জোটের আয়োজিত বিক্ষোভ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ

রোববার (২১ জুন) দুপুরে নতুন কোর্ট হয়ে সিভিল সার্জন অফিসের দিকে যেতে নিলে মূল ফটকে আটকে দেয় পুলিশ। বিক্ষোভকারীদের ঘন্টাব্যাপী সেখানেই বিক্ষোভ করে সমাবেশ শেষ করেন।

বিক্ষোভ সমাবেশে বাম গণতান্ত্রিক জোটের নেতারা বলেন, নারায়ণগঞ্জে পিসিআর ল্যাব স্থাপনের দেড় মাস অতিক্রান্ত হলেও নারায়ণগঞ্জে এখনো আইসিইউ চালু করা সম্ভব হয়নি। প্রায় ৪ দিন ধরে কীট সংকটের কারণে খানপুরে টেস্ট বন্ধ রয়েছে। এই দুর্বিষহ পরিস্থিতি থেকে নারায়ণগঞ্জবাসী মুক্তি চায়।

সমাবেশে নারায়ণগঞ্জ জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক নিখিল দাস, গণ-সংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর