নারায়ণগঞ্জে করোনায় পুলিশ সদস্যের মৃত্যু

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 04:27:35

নারায়ণগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশের সদস্য রফিকুল ইসলাম (৫৬)। তিনি নারায়ণগঞ্জের বন্দর পুলিশ ফাঁড়ির কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। জেলা জুড়ে শতাধিক পুলিশ সদস্য করোনা আক্রান্ত হলেও মৃত্যুর ঘটনা এটিই প্রথম।

সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। করোনা উপসর্গ ছাড়াও তিনি দীর্ঘদিন কিডনি, হৃদরোগ, রক্তচাপ ও ডায়াবেটিকসহ বিভিন্ন জটিল রোগে আক্রান্ত ছিলেন বলে জানায় জেলা পুলিশ। তিনি ভোলা জেলার চরফ্যাশন থানার আহমদপুর গ্রামের বাসিন্দা।

গত ১৬ জুন করোনার উপসর্গ দেখা দেয়ায় তার নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়। পরদিন নমুনা পরীক্ষার ফলাফলে করোনা পজেটিভ আসায় তিনি কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের তত্ত্বাবধানে ইমপালস্ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

নারায়ণগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম এক বার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন। আনুষ্ঠানিকতা শেষে তার মরদেহ দাফনের জন্য নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

এ সম্পর্কিত আরও খবর