স্টাইকার সালাম মুর্শেদীর রাজনীতির মাঠে দৌড় শুরু

খুলনা, জাতীয়

ডিস্ট্রিক করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 22:38:46

খুলনা: বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিনের রেকর্ড ভেঙে ঢাকা লীগে ২৭ গোল করে সেরা স্টাইকারের রেকর্ড গড়েছিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের কৃতি ফুটবলার আব্দুস সালাম মুর্শেদী।

গতকাল শুক্রবার (২৪ আগস্ট) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতিরপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাতের পর আনুষ্ঠানিকভাবে রাজনীতির মাঠে দৌড় শুরু করেন খ্যাতনামা সাবেক এ স্টাইকার। এর আগে গত ২০ আগস্ট রাতে আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক ফুটবলার সালাম মুর্শেদীকে খুলনা-৪ আসনে উপনির্বাচনে নৌকার দায়িত্ব দেন।

জানা গেছে, গতকাল শুক্রবার বিকেলে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন ও দোয়া মোনাজাত করেন আব্দুস সালাম মুর্শেদীর নেতৃত্বে রূপসা-তেরখাদা-দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের নেতারা। এরপর খুলনার রূপসা নদীর তীরে বীরশ্রেষ্ঠ মোহাম্মদ রুহুল আমীনের মাজারে পুষ্পার্ঘ অর্পণ করেন তারা। সন্ধ্যার পর গাড়ি বহর নিয়ে লোয়ার যশোর রোডের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এরপর নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে খুলনা ক্লাবে চলে যান সালাম মুর্শেদী। রাতে সেখানে খুলনার শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা সভায় অংশ নেন। এভাবে দিনভর রাজনৈতিক দৌড় দিলেন সাবেক এ কৃতি ফুটবলার।

গত ৩ মার্চ খুলনা সার্কিট হাউজের জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেন রূপসার কৃতি সন্তান সালাম মুর্শেদী। বিশাল সেই জনসমুদ্রে বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র শেখ হেলালউদ্দিন এমপির পরে বক্তব্য দিয়ে খুলনার ছয়টি সংসদীয় আসনের দায়িত্ব নেবার ঘোষণা দেন তিনি।

১৯৬৩ সালে আব্দুস সালাম মুর্শেদী খুলনার রূপসা উপজেলার নৈহাটি গ্রামে সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। প্রাক্তন স্কুল শিক্ষক মো. ইসরাইল হোসেনের পাঁচ সন্তানের মধ্যে তিনি তৃতীয়। খুলনাতেই ফুটবলে হাতেখড়ি। খুলনার ইয়ং মুসলিম ক্লাবের মাধ্যমে ১ম বিভাগে খেলা শুরু, এরপর ১৯৭৭ সালে আজাদ স্পোর্টিং-এ যোগ দিয়ে ঢাকায় চলে যান। আজাদে দু’বছর আর বিজেএমসি ক্লাবে এক বছর, তারপর মোহামেডানে খেলা শুরু। কাজী সালাউদ্দিনের রেকর্ড ভেঙে ১৯৮২ সালে ঢাকা ফুটবল লীগে করেন ২৭ গোল, যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেননি। সালাম মুর্শেদী খেলেছেন জাতীয় ফুটবল দলেও।

বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত খুলনা-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আব্দুস সালাম মুর্শিদী বার্তা২৪.কমকে বলেন, `প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি আমি কৃতজ্ঞ। রূপসা, তেরখাদা ও দিঘলিয়ার উন্নয়নের রূপকার প্রয়াত সংসদ সদস্য এসএম মোস্তফা রশিদী সুজার অসমাপ্ত কাজ সকলের সহযোগিতায় সমাপ্ত করবো। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি।‘

প্রসঙ্গত, আগামী ২০ সেপ্টেম্বর খুলনা-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। গত ২৬ জুলাই খুলনা-৪ আসনের সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তফা রশিদী সুজা মারা যাওয়ায় আসনটি শূন্য হয়।

এ সম্পর্কিত আরও খবর