ঢাকা: রাজধানীর বিমানবন্দর রেলস্টেশন এলাকা থেকে হাতিরঝিলের অপহৃত শিশু সামির (৮) কে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ ঘটনায় অপহরণকারী হাফেজ মঈনুল ইসলাম (২৪) কে আটক করা হয়েছে।
শুক্রবার (২৪ আগস্ট) রাতে র্যাব-৩'র একটি দল শিশুটিকে উদ্ধার করে। শনিবার (২৫ আগস্ট) সকালে র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের উপ পরিচালক আবদুল্লাহ আল মেহেদী বার্তা২৪.কমকে বিষয়টি জানান।
র্যাব জানান, অপহৃত শিশু সামিরকে ২৩ আগস্ট বিকেল ৪টার দিকে ৩৩১/সি মধুবাগ হাতিরঝিলের সামনে হতে অপহরণ করা হয়। তার বাবা কাওসার আহম্মেদ পেশায় মাইক্রোবাস চালক। কাওসারের কাছ থেকে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করে অপহরণকারী মঈনুল ।
এদিকে র্যাব-৩ সুত্রে জানা যায়, এই ঘটনায় মগবাজার র্যাব ক্যাম্পে অভিযোগ করেন সামিরের বাবা কাওসার। তখন থেকেই র্যাব অপহরণকারীকে আটক করার চেষ্টা করে।
অপহরণকারীর হাফেজ মঈনুল ইসলামের বাড়ি নোয়াখালীর বেগমগঞ্জে। তিনি নূরানী তালীমূল কোরআন মাদরাসা মোহাম্মদপুর থেকে হাফেজী এবং কওমি মাদরাসা থেকে কিতাব বিভাগে পড়াশোনা করেছেন।