ঠাকুরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ৪

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঠাকুরগাঁও | 2023-08-22 19:38:09

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় থ্রি হুইলার ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় আহত থ্রি হুইলারের চালক শহিদুল ইসলাম (৪৫) মারা গেছেন। এ নিয়ে ওই সড়ক দুর্ঘটনায় মোট ৪ জনের মৃত্যু হলো।

বুধবার (২৪ জুন) ভোরে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় শহিদুল মারা যায়। সকালে বার্তা২৪.কমকে বিষয়টি নিশ্চিত করেছেন বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুল ইসলাম প্রধান।

নিহতরা হলেন, দুওসুও ইউনিয়নের কালমেঘ লালাপুর গ্রামের থ্রি-হুইলার চালক শহিদুল ইসলাম (৪৫), একই ইউনিয়নের শুকানীপাড়া গ্রামের সাদেকুল ইসলাম (৪২), নওগাঁর ধামরহাট এলাকার ইয়াকুব আলী (৫৫) এবং বালিয়াডাঙ্গী উপজেলার লাহেরী শালডাঙ্গা গ্রামের বানু (৩৫)।

উল্লেখ্য, মঙ্গলবার (২৩ জুন) রাত ৮টার দিকে বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের কালমেঘ কাদোশুকা নামক এলাকার ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী সড়কে ট্রাক ও থ্রি হুইলারটির মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে নিহত হন দুইজন যাত্রী। পরে স্থানীয় লোকজন গুরুতর অবস্থায় তিনজনকে উদ্ধার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে সাদেকুল ইসলাম (৪২) নামের আরেক যাত্রী নিহত হয়। বর্তমানে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে ৬ বছরের এক শিশু।

এ সম্পর্কিত আরও খবর