ঢাকায় ভাড়া ভিত্তিক সাইকেল চালু

, জাতীয়

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-09-01 08:14:56

ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ ঢাকা উপহার দেওয়ার জন্য পরিবেশ বান্ধব বাহন সাইকেলকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘এক সময় সাইকেলকে বলা হতো গরীবের বাহন। এখন এটি আর গরীবের বাহন না, বিশ্বের অনেক ধনী দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে সব শ্রেণি পেশার মানুষ একমাত্র বাহন হিসেবে সাইকেল ব্যবহার করেন। তাই আমি বলব আসুন স্বাস্থ্যকে ভালো রাখার জন্য, পরিবেশ বাঁচানোর জন্য, ভবিষ্যৎ প্রজন্মকে সুন্দর ঢাকা দেওয়ার জন্য সাইকেল ব্যবহার করি।’

বুধবার (২৪ জুন) দুপুরে রাজধানীর গুলশান-২ এর বাইসাইকেল রাইড শেয়ারিং সেবা জোবাইক সার্ভিসের উদ্বোধনী অনুষ্ঠানে ডিএনসিসির মেয়র এ আহ্বান জানান।

আতিকুল ইসলাম বলেন, ‘শৃঙ্খলা মেনে বাইসাইকেল চালাতে হবে। নির্ধারিত ম্যাপের মধ্যে প্রতি মিনিট এক টাকা করে ভাড়া ভিত্তিক এই সাইকেল সেবা। কেউ নির্ধারিত ম্যাপের বাইরে প্রধান সড়কে গিয়ে বাইসাইকেল চালালে তিনগুণ ভাড়া নেওয়া হবে। সেই ব্যবস্থাও অ্যাপসের মাধ্যমে থাকবে। সু-শৃঙ্খলভাবে বাইসাইকেল চালাতে হবে।’

তিনি আরও বলেন, ‘এটা পাইলট প্রকল্প। এ প্রকল্প সফল হলে এরপর উত্তরা এবং পর্যায়ক্রমে পুরো ঢাকায় এ সেবা চালু করা হবে। আমরা সমন্বিত পথচারী এবং বাইসাইকেল লেনের জন্য কাজ করছি। সবার সহযোগিতায় আমরা এটিও বাস্তবায়ন করতে চাই। কোভিড-১৯ এর কারণে যেখানে অনেকে চাকরি হারাচ্ছেন, সেই মুহূর্তে এই প্রযুক্তি বান্ধব সেবার মাধ্যমে কিছু লোকের কর্মসংস্থান হচ্ছে।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ‘সাইকেল শেয়ারিং সেবার মাধ্যমে ব্যক্তিগত বাহন হিসেবে ব্যবহার করে সামাজিক দূরত্ব বজায় রাখতে পারব। সবাইকে সাইকেলের প্রতি উদ্বুদ্ধ করতে হবে।’

গুলশান ও বারিধারা এলাকায় জোবাইক সার্ভিস চালু করা হয়েছে

তিনি আরও বলেন, ‘শেখ রেহানা পুত্র রেদওয়ান ববি ঢাকায় এ সেবার স্বপ্নদ্রষ্টা। তিনি উদ্যোগ নেওয়ার পরই আমরা কাজ শুরু করি। অল্প সময়ের মধ্যেই এ সেবা চালু করা সম্ভব হয়েছে। এ শহর যাতে বাইসাইকেল বান্ধব হয়, সেজন্য সব ধরনের উদ্যোগে নেওয়া হবে।’

ডিএমপির কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন, ‘সারাদেশে বাইসাইকেল অত্যন্ত জনপ্রিয় ও নিরাপদ বাহন। পুরো ঢাকা শহরে যদি এ সেবা চালু করা যায়, তাহলে যাতায়াতে ভোগান্তি কমবে। জোবাইক সেবায় মানুষ সাড়া দেবে। এ রকম ভালো উদ্যোগে পাশে দাঁড়ালে মানুষ উৎসাহিত হবে।’

জোবাইকের কো-ফাউন্ডার ও সিইও মেহেদী রেজা বলেন, ‘এ সেবা উদ্বোধনের ফলে যে কেউ গুগল প্লে থেকে জোবাইক অ্যাপস ডাউনলোড করে নির্ধারিত স্ট্যান্ড থেকে গুলশান ও বনানী-বারিধারা এলাকায় বাইসাইকেল রাইড নিতে পারবে। এজন্য প্রতি মিনিট এক টাকা ভাড়া গুনতে হবে। সেবাগ্রহীতাকে অ্যাপস ডাউনলোড করে নির্দিষ্ট নম্বরে রিচার্জ করে বাইসাইকেল রাইড নিতে পারবে। এছাড়া ২২টি স্পট থেকে বাইসাইকেল নিতে পারবেন সেবাগ্রহীতারা।’

তিনি আরও বলেন, ‘করোনাভাইরাসের কারণে জোবাইকের প্রতিটি সাইকেল ১৫ মিনিট পর জীবাণুনাশক স্প্রে করে জীবাণু মুক্ত করা হবে। এছাড়া নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পর সাইকেলটি নির্ধারিত স্ট্যান্ডে রেখেই চলে যেতে পারবেন সেবা গ্রহীতারা। আবার ফিরতে পথে অন্য একটি সাইকেল নিয়ে চলে আসতে পারবেন। প্রায় ১০০টি সাইকেল ওই এলাকার জন্য নির্ধারিত থাকবে।’

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- জোবাইকের বোর্ড অব ডিরেক্টর শামীম আহসান, চেয়ারম্যান সাজিদ রহমান, কো-ফাউন্ডার ও সিইও মেহেদী রেজা ও স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

এ সম্পর্কিত আরও খবর