নোয়াখালীতে আরো ৬৯ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নোয়াখালী | 2023-08-30 18:37:23

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৯ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। সুস্থ হয়েছেন ১২ জন। এনিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা ১৮০৯। এখন পর্যন্ত ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৪০ জনের ও মোট সুস্থের সংখ্যা ৬৮০।

বুধবার (২৪ জুন) দুপুর ১টায় জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার এসব তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গত ২১ ও ২২ জুন তাদের শরীরের নমুনা সংগ্রহ করে পরীক্ষা জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজে ও নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) করোনা ল্যাবে পাঠানো হয়। পরে ২৩ জুন রাতে রিপোর্ট আসলে তাতে ৬৯ জনের করোনা পজিটিভ আসে। এ যাবৎ দুইটি ল্যাবে মোট ৯৮৯৯টি স্যাম্পল পাঠানো হয়। ফলাফল এসেছে- ৮৮৩৩ জনের।

জেলায় উপজেলা ভিত্তিক তথ্যে দেখা যায়, বেগমগঞ্জে সর্বোচ্চ ৫৯৯, সদরে ৫৯৪, চাটখিলে ১১৩, সোনাইমুড়ীতে ৮৯, কবিরহাটে ১৫৪, কোম্পানীগঞ্জে ৬৮, সেনবাগে ৮৫, হাতিয়ায় ১৫ ও সুবর্ণচরের ৯২ জনসহ মোট ১৮০৯ জন আক্রান্ত হয়েছেন।

এ সম্পর্কিত আরও খবর