‘করোনাকালে ত্রাণ নিয়ে দুর্নীতি হলে কোনো ক্ষমা নেই’

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-23 23:24:08

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম বলেছেন, ‘করোনাভাইরাসের ক্রান্তিকালে কেউ ত্রাণ নিয়ে দুর্নীতি করলে কোনো ক্ষমা নেই। সে যতো বড় প্রভাবশালী হোক না কেন, কেউ রেহাই পাবে না।’

বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ত্রাণ কমিটির এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আজম বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বচ্ছভাবে ত্রাণ বিতরণের অনিয়ম ঠেকাতে ওয়ার্ড ভিত্তিক ত্রাণ কমিটি করেছেন। তাই আপনাদের দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।’

উপজেলা অড়িটরিয়াম হল রুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য দেন- উপজেলা পরিষদের চেয়ারম্যান ওবায়দুর রহমান বেলাল, আওয়ামী লীগের সভাপতি জীবন কৃষ্ণ সাহা, মেয়র মির্জা গোলাম কিবরিয়া কবিরসহ বিভিন্ন ইউনিয়ের চেয়ারম্যান ও ত্রাণ কমিটির সভাপতিবৃন্দ।

এ সম্পর্কিত আরও খবর