চাঁদপুরে করোনায় আক্রান্ত হয়ে ৫০ জনের প্রাণহানি হয়েছে। আক্রান্ত হয়েছেন ৭১৩ জন। শুক্রবার (২৬ জুন) সকালে জেলা সিভিল সার্জেন ডা. সাখাওয়াত উল্ল্যাহ এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, শুক্রবার সকালে ১৯৯ জনের রিপোর্ট এসেছে। তার মধ্যে নতুন করে ৪৪ জন করোনায় আক্রান্ত। করোনা উপসর্গে মৃত মতলব উত্তর উপজেলার হিসাবরক্ষণ কর্মকর্তা আবদুল বারেকের করোনা পজিটিভ এসেছে। এ নিয়ে চাঁদপুরে করোনায় মৃতের সংখ্যা দাঁড়ালো ৫০ জনে।
নতুন করে আসা রিপোর্টে চাঁদপুর সদর উপজেলার ১৮, ফরিদগঞ্জ উপজেলায় ৭, হাইমচর উপজেলার ৭, শাহরাস্তি উপজেলার ৬, মতলব উত্তরে ৫ ও কচুয়ায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।
এদিকে মোট আক্রান্তের মধ্যে জেলার বিভিন্ন উপজেলার মধ্যে চাঁদপুর সদরে ২৮৭, হাইমচরে ৪৭, মতলব উত্তরে ৪১, মতলব দক্ষিণে ৭৪, ফরিদগঞ্জ ৭২, হাজীগঞ্জ ৬৮, কচুয়া ৩১ ও শাহরাস্তিতে ৯৩ জন রয়েছে।
এছাড়া করোনায় আক্রান্ত হয়ে চাঁদপুর সদরে ১৩, ফরিদগঞ্জে ৬, হাজীগঞ্জে ১৪, শাহরাস্তি ৪, কুচয়ায় ৫, মতলব উত্তরে ৬ ও মতলব দক্ষিণ উপজেলায় ২ জনে মারা গেছেন।