দুপুরের পরে গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে

, জাতীয়

স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা | 2023-08-24 02:59:55

উন্নয়ন কাজের সময় শেওড়া পাড়ায় গ্যাসের পাইপ কেটে ফেলেছে ঢাকা ওয়াসা। যে কারণে মিরপুর, কল্যাণপুর, মোহাম্মদপুর এলাকায় গ্যাস সংকট দেখা দিয়েছে।

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির উপ-মহাব্যবস্থাপক (জরুরি গ্যাস নিয়ন্ত্রণ বিভাগ) প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন বার্তা২৪.কমকে বলেন, ভোর রাতে পশ্চিম শেওড়া পড়া এলাকায় দুর্ঘটনা ঘটে।

পাইপ কেটে যাওয়ার কারণে গাবতলী এলাকায় গ্যাস সরবরাহ লাইন বন্ধ করে দিতে হয়েছে। এতে করে গোটা মিরপুর, কাজিপাড়া, শেওড়া পড়ায় কল্যাণপুর, গাবতলী ও মোহাম্মদপুরের আংশিক এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

এদিকে দুর্ঘটনায় কবলিত পাইপের মেরামত কাজ দুপুর ১টার মধ্যেই শেষ হবে। তারপরেই গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

এ সম্পর্কিত আরও খবর