আশুলিয়ায় শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে বিক্ষোভ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাভার (ঢাকা) | 2023-08-20 03:09:18

মহামারী করোনাভাইরাস উপেক্ষা করে বিক্ষোভ করেছে ছাঁটাইকৃত বিভিন্ন কারখানার শ্রমিকসহ শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার (২৬ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের উদ্যোগে তাত এই বিক্ষোভ করেন।

এসময় শ্রমিক নেতা অরবিন্দু ব্যাপারী বিন্দু বলেন, আশুলিয়ার কেএসি কম্পোজিট লিমিটেড, তানজিলা টেক্সটাইল লিমিটেড, আনজির এ্যাপারেলস, জিএমএস কম্পোজিট, নায়গ্রা টেক্সটাইল লিমিটেড সানছেরি ফ্যাশন লিমিটেডসহ বিভিন্ন কারখানা থেকে শ্রমিক ছাঁটাই করেছেন কর্তৃপক্ষ। এছাড়া শ্রমিকদের বাসস্থান, রেশোনিং, আবাসন ও স্বাস্থ্য সুরক্ষা নেই। এমনিতেই করোনাকালীন সময়ে শ্রমিকরা অসহায় জীবন যাবন করছেন। এর ওপর তাদের ছাঁটাই করা হচ্ছে, এটা সত্যিই অমানবিক। অবিলম্বে শ্রমিক ছাটাই বন্ধ ও বকেয়া বেতন পরিশোধের দাবি জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ শ্রমিক সংহতি ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি অরবিন্দু বেপারী বিন্দু, কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক রুবেল আহম্মেদ, আঞ্চলিক কমিটির সভাপতি শাহীন মন্ডল, ছোবেদা সরকার আকলিমা, মাসুদ পারভেজ, পবিত্র একবর মোহায়মিনুল হক, আক্কাছ আলীসহ ছাঁটাইকৃত শ্রমিকরা।

এ সম্পর্কিত আরও খবর