রাঙামাটিতে বসছে পিসিআর ল্যাব

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-26 22:50:07

অবশেষে রাঙামাটিতে বসছে পিসিআর ল্যাব। বসুন্ধরা গ্রুপের অর্থায়নে স্থাপিত হবে ল্যাবটি। এই লক্ষ্যে শুক্রবার (২৬ জুন) সকালে জেলা প্রশাসন সম্মেলন কক্ষে এক সভায় ৬৯ লাখ টাকার চেক সিভিল সার্জন ডা. বিপাশ খীসার হাতে তুলে দেন রাঙামাটি জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরী।

এদিকে রাঙামাটিতে পিসিআর ল্যাব স্থাপনের জন্য অর্থায়ন করায় বসুন্ধরা গ্রুপসহ জেলার দায়িত্বপ্রাপ্ত সচিব পবন চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাঙামাটির জেলা প্রশাসক একেএম মামুনুর রশীদ। এসময় রাঙামাটির পুলিশ সুপার আলমগীর কবিরসহ জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের দায়িত্বশীল ও শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, দ্রুত শনাক্তের মাধ্যমে করোনা রোগীকে আইসোলেট করে করোনার সংক্রমণ ছড়ানো রোধ করার জন্য পাহাড়বাসী রাঙামাটিতে একটি পিসিআর ল্যাব স্থাপনের দাবি করে আসছিল সরকারের কাছে। যোগাযোগ ব্যবস্থা মোটামুটি রকমের সন্তোষজনক হওয়ায় এই ল্যাব স্থাপনের জন্য রাঙামাটিকে বেছে নেওয়া হয়। এই পিসিআর ল্যাব স্থাপনের মাধ্যমে পাহাড়ে হু-হু করে বাড়তে থাকা করোনা সংক্রমণের লাগাম অনেকটাই টেনে ধরা যাবে বলে মনে করছেন স্বাস্থ্য সংশ্লিষ্টরা।

এ সম্পর্কিত আরও খবর