সাভারে করোনা আক্রান্ত ৬১ শতাংশ রোগী সুস্থ

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, (সাভার) ঢাকা | 2023-08-24 14:34:55

সাভারে করোনাভাইরাসে আক্রান্ত অর্ধেকেরও বেশি রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফেরা রোগীর সংখ্যা ৪৮২ জন। তবে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৭৮৪ জন।

শুক্রবার (২৬ জুন) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা.ফেরদৌসী আক্তার।

ডা.ফেরদৌসী আক্তারের দেওয়া তথ্য মতে, গত ২৩ জুন পর্যন্ত মোট ৩ হাজার ৬৫১ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হলে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ায় ৭৮৪ জন। এদের মধ্যে ৪৮৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। যা আক্রান্তের ৫০ শতাংশেরও বেশি। সাভারে করোনায় আক্রান্ত হয়ে ২৩ জুন পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬ জনের।

তিনি আরও জানান, গত ২২ ও ২৩ জুন মোট ১৩৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। এদের মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ১৪ জন। উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে ভর্তি রয়েছেন ৫ জন রোগী। আর হোম আইসোলেশন ও বিভিন্ন হাসপাতলে ভর্তি রয়েছেন ২৭৬ জন রোগী।

এ সম্পর্কিত আরও খবর