যমুনার পানি বিপদসীমার উপরে, পানিবন্দি শতাধিক পরিবার

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, জামালপুর | 2023-08-25 11:33:19

ভারী বর্ষণ ও উজানের ঢলে যমুনা এবং ব্রহ্মপুত্র নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে জামালপুরের ইসলামপুর, দেওয়ানগঞ্জ ও মেলান্দহ উপজেলার নিম্নাঞ্চলের শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। পানিতে ডুবে আছে বিস্তীর্ণ এলাকার পাট, কাউন, চিনাসহ বিভিন্ন ফসলের ক্ষেত।

শনিবার (২৭ জুন) দুপুরে যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে এখন বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

সরেজমিনে ঘুরে দেখা যায়, ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের দক্ষিণ চিনাডুলি, দেওয়ানপাড়া, ডেবরাইপেচ, বলিয়াদহ, পশ্চিম বামনা, সাপধরী ইউনিয়নের আকন্দ পাড়া, পূর্ব চেঙ্গানিয়া, বেলাগাছা ইউনিয়নের কাছিমারচর, দেলীপাড়, গুঠাইলের শতাধিক পরিবার পানিবন্দি। এছাড়া পার্থশী, নোয়ারপাড়া পলবান্ধা ইউনিয়নের লোকালয়ে পানি প্রবেশ করতে শুরু করেছে।

জামালপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. আবু সাইদ জানান,‍‌‌ ‍‍‍‌‌‌ যমুনার পানি বিপদসীমার ২১ সেন্টিমিটার উপর এবং ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার ১৪.৪৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর