রাঙামাটিতে নতুন ১৯ জনের করোনা শনাক্ত

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রাঙামাটি | 2023-08-31 04:55:08

রাঙামাটি জেলায় নতুন করে ১৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ২৩১ জন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৩ জন এবং মারা গেছেন ৬ জন।

শনিবার (২৭ জুন) সকালে সিভাসু হতে আসা ২৬টি রিপোর্টের মধ্যে ৮ জনের করোনা পজিটিভ আসে। এর আগে শুক্রবার (২৬ জুন) দিবাগত মধ্যরাতে আরও ১১ জনের করোনা শনাক্ত হয়।

রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা. মোস্তফা কামাল এ তথ্য নিশ্চিত করেন।

শনিবার দুপুরে নতুন করোনা আক্রান্তদের মধ্যে ৫ জন রাঙামাটি সদরের, একজন রাজস্থলীর ও ২ জন কাপ্তাইয়ের বাসিন্দা। এর আগে শুক্রবার রাতে শনাক্ত হওয়া ১১ জনের মধ্যে রাঙামাটি জেনারেল হাসপাতাল, রিজার্ভ বাজার, নিউ পুলিশ লাইন, পুরাতন পুলিশ লাইন, গর্জনতলী ও ঘাগড়া ক্যাম্প এলাকার ৮ জন, ১ জন লংগদুর, কাউখালী ১ জন এবং বাঘাইছড়ির ১ জন।

এ সম্পর্কিত আরও খবর