সুন্দরগঞ্জে ২০ হেক্টর ফসলি জমি পানির নিচে

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, গাইবান্ধা | 2023-08-24 18:26:24

গত কয়েকদিনের টানা বর্ষণে উজান থেকে নেমে আসা পানির ঢলে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার প্রায় ২০ হেক্টর ফসলি জমি পানির নিচে ডুবে গেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষকরা পড়েছেন দুশ্চিন্তায়।

জানা যায়, গাইবান্ধার নদী বেষ্টিত উপজেলা সুন্দরগঞ্জ। এ উপজেলার বুক চিরে বয়ে গেছে ব্রহ্মপুত্র নদ। গত কয়েকদিনের অবিরাম বর্ষণে কাপাশিয়া ও হরিপুর ইউনিয়নের বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে পানিবন্দি রয়েছে শত শত পরিবার। একই সঙ্গে কৃষকদের চাষ করা পাট ও সবজিসহ বিভিন্ন ফসলাদি পানিতে নিমজ্জিত হয়েছে। বিদ্যমান পরিস্থিতিতে নদী তীরবর্তী মানুষ পড়েছেন নানা দুশ্চিন্তায়।

কাপাসিয়া এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক এন্তাজ আলী বলেন, ‘এবারে এক একর জমিতে
পাটের আবাদ করা হয়েছিল। সম্প্রতি নদীর পানি বৃদ্ধি পাওয়া পাট ক্ষেত ডুবে গেছে। এছাড়া এক বিঘা জমির সবজিও তলিয়ে রয়েছে পানির নিচে।’

সুন্দরগঞ্জ উপজেলা কৃষি অফিসার সৈয়দ রেজা-ই মাহমুদ বার্তা২৪.কম-কে জানান, নদীতে আকস্মিক পানি বাড়ার কারণে নিম্নাঞ্চলের কৃষকরা বিপাকে পড়েছেন। এখনো যেসব পাট ক্ষেত পানির উপরে রয়েছে সেগুলো কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ সম্পর্কিত আরও খবর