নেত্রকোনায় দুই পুলিশসহ নতুন করে আরও ১৬ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তদের মধ্যে ১৩ জন পুরুষ ও ৩ জন নারী রয়েছেন।
এ নিয়ে জেলায় মোট করোনা শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭৩ জনে। এর মধ্যে সুস্থ হয়েছেন ২৩৪ জন এবং মারা গেছেন ৩ জন।
রোববার (২৮ জুন) সকালে নেত্রকোনার সিভিল সার্জন ডা. তাজুল ইসলাম খান এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, শনিবার (২৭ জুন) ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নেত্রকোনার ৪৮৬টি নমুনা পরীক্ষা করা হয়। এতে নতুন আরও ১৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ আসে।
নতুন শনাক্তরা হলেন- জেলার সদর উপজেলার ৬ জন, দুর্গাপুর উপজেলার ২ জন, আটপাড়া উপজেলার ৩ জন, কেন্দুয়া উপজেলার ৩ জন ও মদন উপজেলার ২ জন। এর মধ্যে সদর উপজেলার পুলিশ লাইনের একজন ও মদন উপজেলার একজন পুলিশ সদস্যও রয়েছেন।
এদিকে ২৭ জুন পর্যন্ত পরীক্ষাগারে পাঠানো ৬৫৩৫টি নমুনার মধ্যে ৬২৪৫টির রিপোর্ট পাওয়া গেছে এবং ২৯০টি নমুনা পরীক্ষাগারে এখনো জমা রয়েছে বলেও জানান সিভিল সার্জন।