না.গঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৫ হাজার ছাড়াল

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নারায়ণগঞ্জ | 2023-08-18 20:09:16

নারায়ণগঞ্জে গত ২৪ ঘণ্টায় আরও ৪২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫ হাজার ২১ জনে। এছাড়া নতুন মৃত্যু হয়েছে ৩ জনের।
রোববার (২৮ জুন) দুপুরের জেলা সিভিল সার্জন কার্যালয়ের নিয়মিত আপডেটে এ তথ্য জানানো হয়।

নারায়ণগঞ্জ বাংলাদেশের তৃতীয় শীর্ষ করোনা আক্রান্ত জেলা। ঢাকা ও চট্টগ্রামের পরই সংক্রমণ ছড়িয়েছে এখানে। এই জেলায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১১৩ জনে। করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন মোট ২৪৭১ জন।

জেলা সিভিল সার্জন ডা. ইমতিয়াজ আহমেদ জানান, গত ২৪ ঘণ্টায় মৃত ৩ জনের ভেতর ২ জন রূপগঞ্জ ও ১ জন সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

নতুন আক্রান্তদের ভেতর সিটি করপোরেশন এলাকায় ১২২ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জন, সদর উপজেলায় ৭১ জনের নমুনা পরীক্ষা করে ১৫ জন, রূপগঞ্জ উপজেলায় ১৬২ জনের নমুনা পরীক্ষা করে ৪ জন, বন্দর উপজেলায় ২৫ জনের নমুনা পরীক্ষা করে ১ জন এবং সোনারগাঁ উপজেলায় ২৭ জনের নমুনা পরীক্ষা করে ৫ জন করোনা রোগী শনাক্ত হয়।

এছাড়া আড়াইহাজারে ২৫ জনের নমুনা পরীক্ষা করে কোনো করোনা রোগী পাওয়া যায়নি।

এ সম্পর্কিত আরও খবর