করোনাকালে দেশের অর্থনীতির চাকাকে সচল রাখতে সম্মুখযোদ্ধা হিসেবে ব্যাংকারবৃন্দ নিরলসভাবে কাজ করেছেন। বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে ব্যাংকিংসেবা প্রদান করতে যেয়ে বিএবি সদস্যভূক্ত বিভিন্ন ব্যাংকের যে সকল নির্বাহী ও কর্মকর্তা করেনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন আমরা তাঁদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করছি।
একই সাথে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।
উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী ব্যাংকারদেরকে বাংলাদেশ ব্যাংক কর্তৃক ঘোষিত প্রণোদনাসমূহ দ্রুততম সময়ের মধ্যে প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।