যৌতুকের জন্য স্ত্রীকে পিটিয়ে হত্যা!

জেলা, জাতীয়

কান্ট্রি ডেস্ক, বার্তা২৪.কম | 2023-08-30 06:06:43

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যৌতুকের দাবিতে মিতু আক্তার (২১) নামে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে।

রোববার (২৬ আগস্ট) সকালে নিহত গৃহবধূর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মিতু আক্তার উল্লাহপাড়া চরশ্রিপলগাতি গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, যৌতুকের দাবিতে মিতুর শ্বশুর বাড়ির লোকজন প্রায় সময়ই তাকে নির্যাতন করত। তবে সর্বশেষ মিতুর স্বামী রাজশাহী কেন্দ্রীয় কারাগারের কারারক্ষী মনিরুল ঈদের ছুটিতে বাড়ি আসলে তাদের মধ্যে যৌতুক নিয়ে আবারো কথা কাটাকাটি হয়। এরই জের ধরে শনিবার সন্ধ্যায় মনিরুল মিতুকে পিটিয়ে হত্যা করে ঘরে তালা দিয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়।

এ বিষয়ে মিতু আক্তারের বাবা গোলাম মোস্তফা বলেন,‘আড়াই বছর আগে আমার মেয়েকে মনিরুলের সঙ্গে বিয়ে দেই। বিয়ের সময় যৌতুক হিসেবে ১০ ভরি স্বর্ণের গয়না দেই। তারপরেও তারা আমার কাছে বিভিন্ন সময় যৌতুক দাবি করত। আর না দিলে মিতুকে মেরে আমার বাড়িতে পাঠিয়ে দিত।’

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ খাজা গোলাম কিবরিয়া জানান, মিতুর স্বামী ও তার শ্বশুর বাড়ির সবাই পলাতক রয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

এ সম্পর্কিত আরও খবর