কুমেকে করোনা উপসর্গ নিয়ে ৬ জনের মৃত্যু

, জাতীয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুমিল্লা | 2023-08-27 17:27:19

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে স্থাপিত কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ছয় জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিদের মধ্যে তিনজন পুরুষ এবং তিনজন নারী রয়েছেন। এখন পর্যন্ত উপসর্গ নিয়ে হাসপাতালে ১১৪ জন রোগী মারা গেছেন।

সোমবার (২৯ জুন) দুপুরে কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমেক সূত্র জানায়, গতকাল রোববার সন্ধ্যা থেকে আজ সোমবার সকালের মধ্যে ওই ছয় জন মারা গেছেন। মৃত ব্যক্তিদের মধ্যে কুমিল্লার আদর্শ সদর উপজেলার দুইজন, বরুড়ার দুইজন ও চান্দিনা উপজেলার দুইজন রয়েছেন।

কুমেকের কোভিড-১৯ ডেডিকেটেড হাসপাতালে গত ৩ মে থেকে আজ সোমবার পর্যন্ত মোট ৭১৭ জন ভর্তি হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৬৯ জন। এর মধ্যে করোনায় মারা গেছেন ২৫ জন। করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন ১১৪ জন রোগী।

কুমেক হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান বলেন, বর্তমানে কুমেকের কোভিড-১৯ হাসপাতালে ১০৮ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে করোনা রোগী ৩১ জন ও উপসর্গ নিয়ে ৭৭ জন ভর্তি আছেন। এদের ৯ জন আইসিইউতে ভর্তি আছেন। আজ সোমবার নতুন করে ২৪ জন ভর্তি হয়েছেন বলে জানান তিনি।

এ সম্পর্কিত আরও খবর