করোনাকালে চিকিৎসা বাণিজ্য বন্ধের দাবি

, জাতীয়

স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-26 12:24:24

করোনাভাইরাসকে পুঁজি করে চিকিৎসা বাণিজ্য বন্ধের দাবিতে মানববন্ধন করেছে ‘নিরাপদ চিকিৎসা চাই’ নামে একটি সামাজিক সংগঠন।

সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

বক্তারা বলেন, মহামারির সময়ে সারা বিশ্বের মতো বাংলাদেশও স্বাস্থ্যখাত হুমকির মুখে। এমন পরিস্থিতিতে দেশের প্রত্যেকটি সরকারি হাসপাতালে যখন বিনামূল্যে বা অল্প খরচে চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে তখন বেসরকারি হাসপাতালে এধরনের চিকিৎসা সেবা দিতে মানা হচ্ছে না সরকারি নির্দেশনা।চিকিৎসা সেবার নামে ভুক্তভোগীদের থেকে আদায় করা হচ্ছে বিশাল অংকের টাকা। এমন সংকটময় পরিস্থিতিকে কাজে লাগিয়ে এক শ্রেণির চিকিৎসা ব্যবসায়ীরা নিয়ম-নীতির তোয়াক্কা না করে অনৈতিকভাবে অর্থ হাতিয়ে নিচ্ছে।

নিরাপদ চিকিৎসা চাইয়ের চেয়ারম্যান যুবরাজ খান বলেন, মানুষের মৌলিক অধিকার সবার জন্য চিকিৎসা নিশ্চিত করতে হবে। প্রাইভেট হাসপাতাল সরকারকে ধোকা দিয়ে শুধু ব্যবসা করে যাচ্ছে, মানুষকে সেবা দিচ্ছে না। প্রতিটা হাসপাতালে সেন্ট্রাল অক্সিজেন নিশ্চিত করার দাবি জানান। এছাড়া সকল চিকিৎসক যারা বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেন কিন্তু সরকারি হাসপাতালে যাচ্ছেন না তাদের জন্য শাস্তির দাবি করেন।

এছাড়া করোনাভাইরাসের সময়ে যেসব জায়গায় সঠিক সময়ে নমুনা পরীক্ষার ব্যবস্থা করা হচ্ছে না সেসব জায়গায় মেডিকেল টেকনোলজিস্ট নিয়োগের আহ্বান জানান।

এ সম্পর্কিত আরও খবর