কক্সবাজার: কক্সবাজারে বেড়াতে এসে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে নিহত পর্যটক আবু তাহের সাগর হত্যা মামলার অন্যতম আসামি ছিনতাইকারী সাইফুল ইসলাম বাবুকে (২০) আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি টিম।
রোববার (২৬ আগস্ট) ভোরে চট্টগ্রামের পতেঙ্গা থেকে তাকে আটক করা হয়।
আটক বাবু কক্সবাজার শহরের মহাজেরপাড়া এলাকার আবছারের ছেলে ও চিহ্নিত ছিনতাইকারী এবং সাগর হত্যা মামলার অন্যতম আসামি।
ডিবি পুলিশ জানায়, ২০১৭ সালের ১৫ ডিসেম্বর শহরের জাম্বুর মোড় এলাকায় ছিনতাইকারীদের হাতে খুন হন সাগর। এরপর তার বাবা কক্সবাজার সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলার অন্যতম আসামি ছিনতাইকারী বাবু।
বাবু পুলিশের জিজ্ঞাসাবাদে সাগর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছে এবং কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দিয়েছে।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক মানস বড়ুয়া বার্তা২৪.কমকে জানান, দীর্ঘদিন পলাতক থাকার পর ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করে। তিনি সাগর হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে জবানবন্দী শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।